বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহিরির। এই রাজ্যেই কার্যকলাপ বাড়ছে। ভারত ও বাংলাদেশ দুই দেশেই নিষিদ্ধ হয়েছে এই সংগঠন।
ওপার বাংলার অশান্তির আঁচ পড়তে পারে এবার বাংলায়। বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ দখলেও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এখানেই থেকে নেই। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবার এই দেশেও জাল বিস্তারের চেষ্টা করছে বলে তথ্য হাতে আসছে গোয়েন্দাদের। তেমনই বলছে একাধিক গোয়েন্দা সূত্র। গোয়েন্দা সূত্রের খবর, এই রাজ্যে যাতায়াত বাড়ছে জঙ্গিদের।
বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহিরির। এই রাজ্যেই কার্যকলাপ বাড়ছে। ভারত ও বাংলাদেশ দুই দেশেই নিষিদ্ধ হয়েছে এই সংগঠন। কিন্তু গোয়েন্দাদের তথ্য অনুযায়ী সম্প্রতি এই রাজ্যে এসেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য ঘুরে গেছে সূত্রের খবর ২৩ মে মালদহের মোহাদিপুর সীমন্ত দিয়ে ভারতে ঢুকেছিল সাব্বির আমির ও রিদওয়ান মারুফ নামের দুই যুবক। বৈধ পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছিল। কিন্তু বাংলায় ঠিক কোনও কাজে এসেছিল তা স্পষ্ট নয়। তবে এলাকায় নিজেদের ছাত্র পরিচয় দিয়েছিল।
গোয়েন্দা সূত্রের খবর পশ্চিমবঙ্গে পা রাখার পরে মালদার বৈষ্ণবনগরের এক যুবকের বাড়িতে যায় তারা। প্রশ্ন ট্যুরিস্ট ভিসাতে আসা দুই ছাত্র কেন নিজেদের ছাত্র পরিচয় দিয়েছিল। যাইহোক গোয়েন্দা সূ ত্রের খবর বৈষ্ণবনগরের এক যুবক ছাড়াও এলাকার অনেকের বাড়িতে গিয়েছিল তারা। কয়েকটি বৈঠকও করে। তারা ধুলিয়ানে গিয়েছিল। সেখানে গ্রামের যুবকদের নিয়ে বৈঠক করে। ৩০ মে ফের তারা গ্রামে যায়। দুজনের গতিবিধি নিয়ে গোয়েন্দাদের মধ্যে সংশয় রয়েছে।
সূত্রের খপর রিদওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুজনেই হিজবুত তাহরির সংগঠনের সঙ্গে যুক্ত। আমির ওরফে সাব্বির হিজবুত তাহিরের একজন পুরনো সংগঠক। নেতা বলেও অনেকে দাবি করেছে। ৩০ মে দুই যুবক ভারত ছেড়ে চলে যায়। কিন্তু ভারতে তাদের কার্যকলাপ নিয়েও রয়েছে সংশয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।