বারাসতে কালী পুজোয় উঠছে পড়ল ভিড়। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেল পুলিশ। দর্শনার্থীদের প্রবল ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের একাংশ। আপাতত বন্ধ করে দেওয়া হল পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজো। এবার এই পুজোর থিম হ্যারি পটারের জাদুনগরী।
বারাসতে কালী পুজোয় উঠছে পড়ল ভিড়। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেল পুলিশ। দর্শনার্থীদের প্রবল ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের একাংশ। আপাতত বন্ধ করে দেওয়া হল পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজো। এবার এই পুজোর থিম হ্যারি পটারের জাদুনগরী। দর্শনার্থীদের প্রবল ভিড়ের চাপে ক্ষতিগ্রস্ত মণ্ডপের অংশ। প্রশাসনের নির্দেশেই বন্ধ হয়ে গেল পায়োনিয়ার পার্কের পুজো। তবে মেরামতি করে শীঘ্রই দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হবে এই মণ্ডপ।