বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়ার বাসন্তী পুজো কমিটিতেও হচ্ছে বাসন্তী পুজো, এবছর তাদের পুজো তিন বছরে পড়ল । এ বছরও তারা অষ্টমী পুজোকে সামনে রেখে আয়োজন করল কুমারী পূজার ।
মা পার্বতী বাসন্তী নামে ফিরে আসেন বসন্তকালে | সারা বাংলা জুড়ে বাঙালি মেতে উঠেছে বাসন্তী পুজোতে | বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়ার বাসন্তী পুজো কমিটিতেও হচ্ছে বাসন্তী পুজো | এবছর তাদের পুজো তিন বছরে পড়ল | এ বছরও তারা অষ্টমী পুজোকে সামনে রেখে আয়োজন করল কুমারী পূজার | মহাসমারোহে সাত বছর বয়সী মাহিকা পালকে মাতৃরূপে পূজা করা হল | এই কুমারী পূজা উপলক্ষে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো |