পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে

পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে

Published : Dec 20, 2025, 10:47 PM IST

Basanti : পরকীয়ার চরম পরিণতি বাসন্তীতে! স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে পঞ্চায়েত সদস্য প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন স্বামী। নিজে দাঁড়িয়ে থেকে করালেন মালাবদল ও সিঁদুরদান। ভিডিও ভাইরাল হতেই শোরগোল এলাকায়। জানুন আসল সত্য।

Basanti : পরকীয়ার এক বিচিত্র ও নাটকীয় পরিণতির সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। স্ত্রীর সাথে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক জানতে পেরে, নিজে দাঁড়িয়ে থেকে তাঁদের বিয়ে দিলেন স্বামী। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদারের সাথে এক আইসিডিএস (ICDS) সহায়িকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওই মহিলার স্বামী দীপঙ্কর দাসের পরিবারে অশান্তি শুরু হয়। অভিযোগ, গত কয়েক মাস ধরে ক্যানিং এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে ওই পঞ্চায়েত সদস্য ও মহিলা মেলামেশা করতেন।

গত শুক্রবার রিপন হালদার ওই ভাড়া বাড়িতে মহিলার সাথে দেখা করতে আসলে খবর পান স্বামী দীপঙ্কর। এরপর তিনি স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে পৌঁছান। দীপঙ্করের দাবি, তাঁদের ভালোবাসার গভীরতা এতটাই বেশি যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে মালাবদল ও সিঁদুরদান করিয়ে তাঁদের বিয়ে দেন।

তবে বিয়ের কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য রিপন হালদার। তাঁর দাবি, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তাঁকে জোর করে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে এই নাটক সাজানো হয়েছে। অন্যদিকে, ওই মহিলাও তাঁর স্বামী, দেওর ও প্রতিবেশীদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বাসন্তী থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এটি স্বেচ্ছায় বিয়ে নাকি জোরপূর্বক কোনো চক্রান্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

06:13Samik Bhattacharya: মোদীর ভার্চুয়াল বক্তব্য ঘিরে বড় ইঙ্গিত শমীকের! দেখুন কী বলছেন তিনি
07:10শুভেন্দু-সুকান্তকে 'গো ব্যাক' স্লোগান, BJP'র 'ডোজ' খেয়ে পালাল TMC নেতা | Krishnanagar | Suvendu
06:46Bangladesh: 'পরমানু বোমা মেরে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া উচিত', দীপু দাসের হত্যায় ফুঁসছেন সাধ্বী প্রাচী
07:09Krishnanagar : শুভেন্দু-সুকান্তকে 'গো ব্যাক' স্লোগান, BJP'র 'ডোজ' খেয়ে পালাল TMC নেতা
04:45BJP News: মোদীর ভাষণের পরই পটাশপুরে তৃণমূলে বড় ধাক্কা! ঘাশফুল ছেড়ে গেরুয়া পতাকা ধরলেন ৯ কর্মী
04:56দীপু দাসের হত্যার প্রতিবাদে কোচবিহারে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের, দেখুন ভিডিও
08:06'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের | Bangladesh India | Dhaka
19:48এই বড়দিনে ভুলেও বেশি কেক খাবেন না! ওজন থাকবে হাতের মুঠোয় যদি করেন এই কাজ | Christmas Healthy Diet
04:57দীপু দাসের হত্যার প্রতিবাদে কোচবিহারে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের | Protest Agaisnst Bangladesh
Read more