
Basirhat Sir Protest News: এসআইআর-এ শুনানির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। টাকি রোড অবরোধ কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ। 4 হাজার ভোটার, তার মধ্যে 2 হাজার ভোটারের শুনানির ডাক। তারই প্রতিবাদে SIR এর বিরুদ্ধে রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মাটিয়া থানার কোড়াপাড়ায় হাড়োয়া টু বসিরহাট রোড অবরোধ করল এলাকার মানুষ । গ্রামের পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করলো তারা।