দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী উত্তর রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতে ৬ নম্বর সোনাখালি এলাকায় জমি নিয়ে তীব্র সংঘর্ষ। সূত্রের খবর মুজিবর মীর জমিতে ধান চাষ করে আজ সকালে যখন জমিতে যায় তখন দেখে তাঁর জমিতে ১০-১২ জন ধান কাটছে।
দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী উত্তর রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতে ৬ নম্বর সোনাখালি এলাকায় জমি নিয়ে তীব্র সংঘর্ষ। সূত্রের খবর মুজিবর মীর জমিতে ধান চাষ করে আজ সকালে যখন জমিতে যায় তখন দেখে তাঁর জমিতে ১০-১২ জন ধান কাটছে। প্রতিবাদ করায় তাঁকে রড ও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ ওঠে প্রতিবেশী রমজান লস্করের বিরুদ্ধে। এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।