
মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে যেন কোন্দল কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। এবার কাকদ্বীপে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। মঙ্গলবার, বিজেপি কর্মীদের মধ্যে চলল রীতিমতো হাতাহাতি। সঙ্গে আবার চেয়ার ভাঙচুরও হল। তবে গোষ্ঠীকোন্দলের কথা কোনওভাবেই স্বীকার করেননি স্থানীয় বিজেপি নেতারা।
জানা যাচ্ছে, কয়েকদিন আগে একাধিক জায়গায় বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়। সেইরকমই দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে তুমুল অশান্তির পরিবেশ তৈরি হল। মণ্ডল-২ এর সভাপতি হন দেবাশিস দাস।
আর সেই সিদ্ধান্তকে ঘিরেই বিজেপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়টে শুরু করেছিল এলাকায়। আর তার জেরেই এই ঝামেলার সূত্রপাত। দলীয় দলীয় কার্যালয়ের মধ্যেই বিজেপির কর্মীরা তুমুল বচসায় জড়িয়ে পড়েন। কার্যত, চেয়ার তুলে মারপিট শুরু হয়। চূড়ান্ত হাতাহাতি এবং একপক্ষ অন্যপক্ষকে গালিগালাজও করতে থাকে।
কার্যালয়ের ভিতর রাখা চেয়ার যে যেইরকম পারে ছুড়তে শুরু করে দেয়। এমনকি, দলীয় পতাকাও ছেঁড়া হয় বলে অভিযোগ উঠছে। এদিকে এই ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোড়। যদিও গোষ্ঠীকোন্দলের কথা একেবারেই স্বীকার করতে চাননি বিজেপি নেতৃত্ব।
এই প্রসঙ্গে বিজেপি নেতা শিবপ্রসাদ প্রামাণিক জানিয়েছেন, “এটা কোনও গোষ্ঠীকোন্দল নয়। নিজেদের মধ্যে একটা অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সাংগঠনিকভাবে বসে নিজেদের মধ্যেই অসন্তোষ মিটিয়ে নেওয়া হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।