
Suvendu Adhikari on Kashimir Attack : কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে ফুঁসে উঠলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভয়ংকর জঙ্গি হামলার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানালেন শুভেন্দু।
Suvendu Adhikari on Kashimir Attack : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়ংকর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এ এক কাপুরুষোচিত ও মানবতাবিরোধী সন্ত্রাস।” বাংলার পর্যটক বিতান অধিকারীর মর্মান্তিক মৃত্যুর পর এই হামলার বিরুদ্ধে তাঁর কণ্ঠে ফুটে ওঠে তীব্র প্রতিবাদ।
শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, এ ধরনের হামলার পিছনে যারা রয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে এ ধরনের জঙ্গি তৎপরতা বরদাস্ত করা যায় না। জাতি, ধর্ম, রাজনৈতিক মতপার্থক্য ভুলে এখন একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময়।”
এই ঘটনার জেরে রাজ্য ও জাতীয় স্তরে রাজনৈতিক তরজা আরও তীব্র হতে পারে বলেই মনে করা হচ্ছে।