
আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিয়ে নিজের 'পাকিস্তানি বন্ধুদের' সঙ্গে ছবি শেয়ার করলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি! এখন পুলিশের নজরদারিতে রয়েছেন তিনি। নদিয়া জেলার ওই ব্যক্তি তার ফেসবুক স্টোরিতে একটি ছবি আপলোড করেছেন, যেখানে অন্য সঙ্গীদের সঙ্গে তার হাতে একে-৪৭ রাইফেল দেখা গিয়েছে। স্টোরিটির ক্যাপশনে লেখা "পাকিস্তানি ভাইয়া"।
ছবিগুলির স্ক্রিনশটগুলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর পরে তাঁরা পুলিশি পদক্ষেপ নিয়েছে। আপাতত নজরদারিতে রয়েছেন ওই যুবক। শনিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল গোয়েন্দারা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সন্দেহজনক ছবি পাওয়ার পরেই ওই যুবককে চিহ্নিত করা হয়। গত ইদে তাকে গ্রামের বাড়িতে দেখা গেছে। ইতিমধ্যেই তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন বছর আগে বাড়ি ছেড়ে চাকরির খোঁজে কাতারে গিয়েছিলেন ওই যুবক। এক বছর আগে তিনি কাতার থেকে ভারতে ফিরে আসেন কিন্তু কিছুদিন পরে মুম্বই চলে যান এক আত্মীয়ের হোটেলে অন্য চাকরিতে যোগ দিতে।
তবে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি বেশ সন্দেহজনক মনে হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদেশে থাকাকালীন ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।
জিজ্ঞাসাবাদের সময় ওই যুবকের বাবা-মা পুলিশকে জানিয়েছেন, তিন বছর আগে এক বিবাহিত হিন্দু মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার পর তাঁদের ছেলেকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তা যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সারা দেশে নিরাপত্তা সংস্থাগুলি উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বার শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট।