
Siliguri News: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক নৃশংস অত্যাচারের অভিযোগ তুলে শিলিগুড়ির ভেনাস মোড়ে শনিবার মশাল মিছিলের আয়োজন করল বঙ্গীয় হিন্দু মঞ্চ। প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গীয় হিন্দু মঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বাংলাদেশের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সে দেশের হিন্দু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করে দাবি করেন, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই এক নিরপরাধ সনাতনী যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। “সে কোনও অপরাধ করেনি, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে প্রাণ দিতে হয়েছে,” অভিযোগ করেন তিনি।
বিক্রমাদিত্য মণ্ডলের দাবি, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে চরমপন্থী শক্তিরা পরিকল্পিতভাবে হিন্দু পুরুষ ও মহিলাদের উপর হামলা চালাচ্ছে। অতীতে হিন্দু মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের ঘটনা, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের বহু উদাহরণ রয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর আরও অভিযোগ, বাংলাদেশ ক্রমশ পাকিস্তান ও চিনের প্রভাবাধীন হয়ে পড়ছে এবং পাকিস্তান প্ররোচিত শক্তিরাই এই হিংসার পেছনে কাজ করছে।
আন্তর্জাতিক স্তরে প্রশ্ন তুলে বঙ্গীয় হিন্দু মঞ্চের সভাপতি বলেন, এ ধরনের ধারাবাহিক হিংসার ঘটনা মানবাধিকার সংগঠনগুলির ভূমিকা নিয়েও বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও কড়া পদক্ষেপের দাবি জানান তিনি, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা যায়।
অন্যদিকে, নিহত ছাত্রনেতা ওসমান হাদির খুনিদের শাস্তি চেয়ে এবার বাংলাদেশের ইউনূস সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ (bangladesh news live)। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর না পেলে অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে তারা (bangladesh current situation)।
ওসমান হাদির শেষকৃত্যের পর শনিবার বিকেলে, শাহবাগ এলাকায় জমায়েতের ডাক দেওয়া হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই জমায়েত থেকেই ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে আগামী ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।