Published : May 15, 2025, 07:43 AM ISTUpdated : May 15, 2025, 08:07 AM IST
Special Scheme: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীরা ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।
চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি- দের সরকারিভাবে আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
511
বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, এই বিষয় শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
611
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মাইনে পাচ্ছেন না যাঁরা, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম।
711
তিনি বলেন, আমরা একটা পলিসি তৈরি করেছি। এখানে পিল খেলে কিল দেয়। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অঘীমে ২০২৫ -এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার এবং গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবে।
811
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজার কর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই তালিকায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও আছে।
911
রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেথে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন।
1011
কিন্তু, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন অনুমতি দেওয়া হয়নি। তাই মমতা সরকার নিল এই সিদ্ধান্ত।
1111
জানা গিয়েছে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে, এবার তাতে শিলমোহর পড়ল।