Summer Vacation 2025: ২ জুন নির্ধারিত দিনেই কী স্কুল খুলবে? বর্ষা আর দুর্যোগের জন্য কী বলছে নবান্ন

Published : May 29, 2025, 08:54 PM IST

Big update on summer vacation: শেষ হয়ে আসার পথে গরমের ছুটি। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী স্কুল খুলবে আগামী ২ জুন। কিন্তু তারই মধ্যেই দুর্যোগপূর্ণ অবহাওয়া তৈরি হয়েছে। তাই ছুটি বাড়ার আশঙ্কা রয়েছে।

PREV
110
গরমের ছুটি শেষ

শেষ হয়ে আসার পথে গরমের ছুটি। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী স্কুল খুলবে আগামী ২ জুন।

210
ছুটি বেড়েছে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে বলা হয়েছে গরমের ছুটি বাড়িয়েছে রাজ্য সরাকর। কিন্তু নবান্ন এখনও পর্যন্ত এই নিয়ে নতুন কিছু ঘোষণা করেনি।

310
তবে বর্ষা এল বঙ্গে

এই পরিস্থিতিতেই হাওয়া অফিস জানিয়েছে বঙ্গে এবার আগাম বর্ষা। তাই অনেকেই মনে করছেন এই ঝড়বৃষ্টির কারণে আবারো ছুটি বাড়তে পারে।

410
গরমের ছুটি শুরু

এবছর ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। খোলার কথা ২ জুন।

510
হাওয়া অফিসের সতর্কতা

উত্তরবঙ্গে প্রবেশের পর প্রথম ৫ দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবল দাপট দেখাবে। যার অর্থ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তাই প্রশ্ন আবার কি গরমের ছুটি বাড়বে।

610
নবান্ন

যদিও এখনও এই নিয়ে কিছুই বলেনি নবান্ন। এদিন অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে নবান্নে একটি বৈঠক করেছেন।

710
৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস বঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তেমনই জানিয়েছে একটি সূত্র।

810
মৎস্যজীবীদের সতর্ক

মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছএ। উপকূলবর্তী এলকাতেও সতর্কতা জারি করা হয়েছে।

910
আধিরাকিদরে নির্দেশ

আধিকারিক - ডিএম, এসপি, আইসি, বিডিওদের এলাকায় থাকতে আর নজররাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ হলেও ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

1010
স্কুলে খোলা হতে পরে ত্রাণ শিবির

নবান্ন সূত্রের খবর পরিস্থিতি ভয়বহ হলে স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করা হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories