
Bihar Election News Today : বিহারে প্রথম দফার ভোটেই অশান্তি। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার গাড়িতে হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে কাদা, ইট ছোড়ার অভিযোগ। লক্ষ্মীসরাইয়ে নিজের কেন্দ্রে 'আক্রান্ত' বিজয় সিনহা। তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। লক্ষ্মীসরাইয়ের এসপি-র সঙ্গে বচসা বাধে উপমুখ্যমন্ত্রীর। এর কিছু পরেই হুমকি দিয়ে এলাকা ছাড়েন বিজয় সিনহা