শিশু চুরির মর্মান্তিক ঘটনার সাক্ষী এক নিগৃহীতা মা। দুই দিন কেটে গেছে। তারপরেও নিজের সন্তানকে ফিরে পেল না মা। সরকারি দফতরে ছুটে ছুটে বিভ্রান্ত হচ্ছেন মা।
শিশু চুরির মর্মান্তিক ঘটনার সাক্ষী এক নিগৃহীতা মা। দুই দিন কেটে গেছে। তারপরেও নিজের সন্তানকে ফিরে পেল না মা। সরকারি দফতরে ছুটে ছুটে বিভ্রান্ত হচ্ছেন মা। মনবল ভাঙছে বাবার। কারণ সর্বদাই খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। মাকে ঘটনার দিন পরিবারের হাতে তুলে দিলেও কোলের সন্তানকে এখনও ফিরত দেয়নি প্রশাসন। দুই দিন সন্তান ছাড়া অবস্থায় থাকা মায়ের মন ক্রমশই ভাঙছে।