
মুম্বইয়ে বাংলা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক হন বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার। তাঁর খোঁজ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুম্বই পাঠানো হয় তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। অবশেষে খোঁজ মিলেছে বাবাইয়ের।
বাংলা বলার "অপরাধে" বাংলাদেশি বলে সন্দেহ! মুম্বইয়ে আটক করা হয় দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বাবাই সর্দারকে। অভিযুক্ত বাবাইয়ের দাবি, তাঁর কাছে পরিচয়পত্র থাকলেও শুধুমাত্র ভাষার কারণে তাঁকে আটক করে পুলিশ।
ঘটনার খবর পেয়ে তৎপর হয় তৃণমূল কংগ্রেস। দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয় মুম্বইয়ে। শ্রমিকের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেয় দল।
বহু নাটকীয়তার পর অবশেষে বাবাই সর্দারের খোঁজ মেলে। তাঁর মুক্তির খবর পেয়ে স্বস্তিতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘিরে উদ্বেগ ও রাজনৈতিক আলোচনাও তুঙ্গে।