Viral Video: 'অযোগ্যদের চাকরি আমি খেয়েছি...শীঘ্রই মারা যাবেন ', চাকরিহারাদের নিয়ে বিতর্কিত মন্তব্য অভিজিতের

Published : Apr 28, 2024, 05:55 PM IST
Abhijit Ganguly

সংক্ষিপ্ত

ভিডিও যাচাই করেনি এশিয়ানেট নিউ বাংলা। ভিডিওটি নির্বাচনী জনসভার বলে মনে করা হচ্ছে। ভিডিওটিতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে বলতে শোনা যাচ্ছে,যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম। 

লোকসভা নির্বাচনের মধ্যেই আবারও বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা রাজ্যের প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক- শিক্ষিকা। যার মধ্যে কিছুজন যোগ্য কিছু জন অযোগ্য। এই অবস্থায় ভোট প্রচারে আবারও অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মূলত ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন অনয় দে নামে এক ব্যবহারকারী। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় তেমন স্পষ্ট নয়। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিও যাচাই করেনি এশিয়ানেট নিউ বাংলা। ভিডিওটি নির্বাচনী জনসভার বলে মনে করা হচ্ছে। ভিডিওটিতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে বলতে শোনা যাচ্ছে,'যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম। আপাতত তারা সুপ্রিম কোর্টের একটি সামান্য স্টে অর্ডারের বেঁচে আছেন। আশা করছি খুব শীঘ্রই তারা মারা যাবেন। ' এইটুকু বক্তব্যই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তার আগে বা পরে কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা জানা যায়নি। দেখুন সেই ভিডিওঃ

এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।

তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা হচ্ছে। কারণ তৃণমূলের এক স্থানীয় নেতা জানিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় একজন ধূর্ত শেয়াল। বিজেপিকে খুশি করেই বিচারকের আসনে বসেছেন। তিনি আরও বলেছেন, এদের লজ্জা ঘৃণা ভয় কিছুই নেই। তবে প্রার্থী হওয়ার পরে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করার মন্তব্য করে যথেষ্ট বিতর্কে পড়তে হয়েছে তাঁকে। তাছাড়া এসএসসির রায়দানের পরই তাঁকে আক্রমণ করেছে তৃণমূল। বলেছে তার জন্যই ২৬ হাজার মানুষ আজ চাকরিহারা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের | Mohan Bhagwat | Babri Masjid
Humayun Kabir: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের