বিভাস অধিকারীর মুখে মানিক 'স্তুতি' কটাক্ষ দিলীপের। ‘সমস্ত কলেজ থেকে টাকা নেওয়া হতো এজেন্টের মাধ্যমে। আজ সিবিআই হল, আদালত হল তাই ধরা পড়ল। দেখা যাক কতদূর অবধি এর নেটওয়ার্ক।’
বিভাস অধিকারীর মুখে মানিক 'স্তুতি' কটাক্ষ দিলীপের। 'সমস্ত কলেজ থেকে টাকা নেওয়া হতো এজেন্টের মাধ্যমে। আজ সিবিআই হল, আদালত হল তাই ধরা পড়ল। দেখা যাক কতদূর অবধি এর নেটওয়ার্ক।' অ্যডিনো ভাইরাস নিয়ে তৃনমূলকে তোপ দিলীপের। 'বেশিরভাগ বাচ্চাদেরই আক্রান্ত করছে এবং মারাও যাচ্ছে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। এখনই আটকানো না গেলে অ্যডিনো ভাইরাস নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।' বিভাস অধিকারীর আশ্রমে কৈলাস বিজয়বর্গী প্রসঙ্গে। 'জানিনা কোথায় বিভাস অধিকারীর আশ্রম, কোথায় কি? সবই তদন্তের বিষয় তদন্ত চলছে জানা যাবে।'