
বিজেপিতে নবীন হাওয়া। বাংলার ভোটের ঠিক মুখে বিজেপি পেল নয়া সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডার ৬ বছরের সফল কার্যকালের পর পদ্মশিবিরের গুরু দায়িত্বে এবার বিহারের নীতিন নবীন।
বিজেপিতে নবীন হাওয়া। বাংলার ভোটের ঠিক মুখে বিজেপি পেল নয়া সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডার ৬ বছরের সফল কার্যকালের পর পদ্মশিবিরের গুরু দায়িত্বে এবার বিহারের নীতিন নবীন। নবীন পদবীতেই নয়, বয়সেও নজির। সবচেয়ে কম বয়েসে বিজেপির প্রধান হয়ে নজির গড়লেন বিহারের ৪৫ বছরের নীতিন।