
স্বামী বিবেকাননন্দ থেকে মা দুর্গা, বন্দেমাতারাম, প্রথমবার বঙ্গ সফরে এসে বিজেপির নব নিযুক্ত সভাপতি নীতিন নবীনের মুখে বারবার উঠে এল এই কথাগুলিই। গেরুয়া শিবিরের সভাপতি জোর দিলেন বিকশিত বাংলার মিশনেও।
স্বামী বিবেকাননন্দ থেকে মা দুর্গা, বন্দেমাতারাম, প্রথমবার বঙ্গ সফরে এসে বিজেপির নব নিযুক্ত সভাপতি নীতিন নবীনের মুখে বারবার উঠে এল এই কথাগুলিই। গেরুয়া শিবিরের সভাপতি জোর দিলেন বিকশিত বাংলার মিশনেও। বিজেপি সভাপতির সাফ কথা, বিকশিত ভারত হতে হলে বিকশিত বাংলা হতে হবে। বাংলার সংস্কৃতির প্রশংসাও করেন নীতিন নবীন। দুর্গাপুর চিত্রালয় ময়দানে 'কমল মেলা'-র উদ্বোধনে উপস্থিত থেকে রাজ্যবাসীর উদ্দেশ্য়ে বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।