রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শান্তি বজায় রাখতে মাইকে প্রচার পুলিশের। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। রিষড়া অশান্তিতে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শান্তি বজায় রাখতে মাইকে প্রচার পুলিশের। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। রিষড়া অশান্তিতে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির উস্কানিতে এই অশান্তি, আক্রমণ তৃণমূলের। 'কাশ্মীর শান্ত হলেও বাংলা কেন নয়, মনে হয়, সরকার ইচ্ছা করে করাচ্ছে'। পাল্টা দিলীপ ঘোষ।