
Samik Bhattacharya : নন্দীগ্রামের হার ভুলতে না পেরেই কি শুভেন্দু অধিকারীর ওপর বারবার হামলা হচ্ছে? চন্দ্রকোনার ঘটনার পর ফের বড় আইনি পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।
Samik Bhattacharya : চন্দ্রকোনায় কনভয়ে হামলা, CBI চেয়ে মামলা। মামলা করলেন শুভেন্দু অধিকারী। বিরাট বার্তা শমীক ভট্টাচার্যের। 'নন্দীগ্রামের ফলাফল তৃণমূল ভুলতে পারেনি'। 'শুভেন্দু অধিকারী সিনড্রোমে আক্রান্ত তৃণমূল'। 'বিরোধী দলনেতা সভা করার জন্য ১০৪ বার কোর্টে গিয়েছেন'। 'রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে?' 'তৃণমূল দলটা এবার উঠে যাবে, অপেক্ষা করুন'। বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের।