'তাহলে কল্যাণের বাড়িও ওয়াকফ সম্পত্তি', সোশ্যাল মিডিয়ায় কেন এই কটাক্ষ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ সম্প্রতি কল্যাণের বক্তব্যের ভিডিও শেযার করেছেন। তিনি মন্তব্য করেছেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বড়িও ওয়াকফ সম্পত্তি হতে হয়।

 

ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল নিয়ে এমনিতেই কেন্দ্রে বিজেপির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ওয়াকফ ইস্যুতে রাস্তায়ে নেমে আন্দোলনও শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যার বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে জায়গাতে দল বেঁধে কিছু সংখ্যক মানুষ নি.মিত নামাজ পড়ে সেটাই ওয়াতফ সম্পত্তি হয়ে যায়। কেন্দ্র সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় রানী রাসমণি রোডের প্রতিবাদ সভায় এমনটাই বলেছিলেন কল্যাণ । এবার তারই বিরোধিতা করলেন বিজেপি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ সম্প্রতি কল্যাণের বক্তব্যের ভিডিও শেযার করেছেন। তিনি মন্তব্য করেছেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বড়িও ওয়াকফ সম্পত্তি হতে হয়। দিলীপ ঘোষ কটাক্ষ করে লিখেছেন, 'যদি ওয়াকফ আইনটি সুমলিম সম্প্রদায়ের দাবি অনুযায়ী ব্যাখ্যা করা হয় তাহলে তারা যেখানে নামাজ - আদায় করে সেই জায়গা স্বয়ক্রিয়ভাবে ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এর মধ্যে থাকতে পারে বাজার, স্টেশন, খেলার মাঠ, বাসস্ট্যান্ড, ট্রেনের বগি, বিমানবন্দর, নবান্ন, কল্যাণ ব্যানার্জির বাড়ি, এমনকি তিলজলয় টিএমসির পার্টি অফিসও- মূলত এই জায়তীয় প্রতিটি স্থানকেই ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা যেতে পারে।'

Latest Videos

 

 

সম্প্রতি ওয়াকফ আইন বদলে উদ্যোগী হয়েছে বিজেপি। কেন্দ্রে বিলও পেশ হয়েছে। কিন্তু সাংসদরা এখনও একমন হতে পারেননি। যৌথ সংসদীয় কমিটি চলতি সপ্তাহেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের রিপোর্ট জমা দেবে। যাতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব করার বিষয় রয়েছে। যা নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি আপত্তি জানিয়েছে। কিন্তু সংসদের লড়াই এবার প্রকাশ্যে এসেছে তৃণমূল আর বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কলকাতার একদিনের ময়লা ওপারে ফেলে আসলেই ইউনূস...' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari : জাতিসঙ্ঘ হস্তক্ষেপ করুক #shorts #suvenduadhikari #bangladesh
'অবৈধ ইউনূস, আজও Bangladesh-এর বৈধ প্রধানমন্ত্রী Sheikh Hasina' বিস্ফোরক Suvendu Adhikari
Mamata Banerjee Live: বাংলাদেশ নিয়ে বড় ঘোষণা মমতার, দেখুন সরাসরি
জাঁকিয়ে শীত কবে থেকে! এক সপ্তাহের আবহাওয়ার বড় আপডেট, দেখুন | Weather Update Today | Bangla News