
Birbhum SIR Updates : লাভপুর বিধানসভার বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের BLO পুজা ঘোষ মাত্র ১৭ দিনেই SIR প্রক্রিয়ার পুরো কাজ সম্পন্ন করে নজির গড়েছেন। মোট ১০১৭ ভোটারের মধ্যে ১০১৪ জনের ডেটা এন্ট্রি সফলভাবে শেষ হয়েছে। বাকি ৩ জনের ক্ষেত্রে ‘Record Not Found’ দেখাচ্ছে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজের চাপ নিয়ে BLO-রা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন, সেখানে পুজা ঘোষের দ্রুত ও নিখুঁত কাজ এখন প্রশংসার কেন্দ্রবিন্দু।