বদলি করা হচ্ছে একের পর এক সরকারি উচ্চ পদস্থ কর্মীকে! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন?

বদলি করা হচ্ছে একের পর এক সরকারি উচ্চ পদস্থ কর্মীকে! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন?

Anulekha Kar | Published : Jul 10, 2024 3:30 PM IST / Updated: Jul 10 2024, 09:05 PM IST

বদলি করা হল ১৮০ জনেরও বেশি বিএলআরওকে। এই বদলি হওয়া বিএলআরও-দের মধ্যে কলকাতার বিএলআরও-ও নাম রয়েছে। সরকারি জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

বেশ কয়েকজনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরও-দেরই বদলি তালিকায় নাম রয়েছে। রেভিনিও অফিসারদেরও বদলি করেছে নবান্ন।

Latest Videos

আগামী ১২ জুলাই রিলিজ পাবেন বদলি হওয়া বিএলআরও -রা। বিএলআরওদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বহু তথ্য সামনে আসায় তাদের বদলি করা হয়।

জমি দখল রুখতেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। বিএলআরও-দের বদলি করতে কড়া নির্দেশ জারি করা হয়েছে নবান্ন-র তরফে।

জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী তারপরেই নবান্ন তরফে এই নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৮০ জন বিএলআরওকে বদলি করা হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024