বদলি করা হচ্ছে একের পর এক সরকারি উচ্চ পদস্থ কর্মীকে! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন?
বদলি করা হল ১৮০ জনেরও বেশি বিএলআরওকে। এই বদলি হওয়া বিএলআরও-দের মধ্যে কলকাতার বিএলআরও-ও নাম রয়েছে। সরকারি জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।
বেশ কয়েকজনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরও-দেরই বদলি তালিকায় নাম রয়েছে। রেভিনিও অফিসারদেরও বদলি করেছে নবান্ন।
আগামী ১২ জুলাই রিলিজ পাবেন বদলি হওয়া বিএলআরও -রা। বিএলআরওদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বহু তথ্য সামনে আসায় তাদের বদলি করা হয়।
জমি দখল রুখতেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। বিএলআরও-দের বদলি করতে কড়া নির্দেশ জারি করা হয়েছে নবান্ন-র তরফে।
জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী তারপরেই নবান্ন তরফে এই নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৮০ জন বিএলআরওকে বদলি করা হয়েছে।