বদলি করা হচ্ছে একের পর এক সরকারি উচ্চ পদস্থ কর্মীকে! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন?

Published : Jul 10, 2024, 09:00 PM ISTUpdated : Jul 10, 2024, 09:05 PM IST
Mamata

সংক্ষিপ্ত

বদলি করা হচ্ছে একের পর এক সরকারি উচ্চ পদস্থ কর্মীকে! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন?

বদলি করা হল ১৮০ জনেরও বেশি বিএলআরওকে। এই বদলি হওয়া বিএলআরও-দের মধ্যে কলকাতার বিএলআরও-ও নাম রয়েছে। সরকারি জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

বেশ কয়েকজনকে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলার বিএলআরও-দেরই বদলি তালিকায় নাম রয়েছে। রেভিনিও অফিসারদেরও বদলি করেছে নবান্ন।

আগামী ১২ জুলাই রিলিজ পাবেন বদলি হওয়া বিএলআরও -রা। বিএলআরওদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বহু তথ্য সামনে আসায় তাদের বদলি করা হয়।

জমি দখল রুখতেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। বিএলআরও-দের বদলি করতে কড়া নির্দেশ জারি করা হয়েছে নবান্ন-র তরফে।

জমি দখল নিয়ে কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী তারপরেই নবান্ন তরফে এই নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৮০ জন বিএলআরওকে বদলি করা হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?
Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের