রবিবার সকালে মালদহের মানিকচকে হয় এক বিশাল বোমা বিস্ফোরণ। বোমার আঘাতে ছিন্নভিন্ন কংগ্রেস নেতার দেহ। সূত্রের খবর, মৃতের নাম মোহাম্মদ সইফুদ্দিন আহমেদ।
রবিবার সকালে মালদহের মানিকচকে হয় এক বিশাল বোমা বিস্ফোরণ। বোমার আঘাতে ছিন্নভিন্ন কংগ্রেস নেতার দেহ। সূত্রের খবর, মৃতের নাম মোহাম্মদ সইফুদ্দিন আহমেদ। অভিযোগ আজ সকালে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর বাজারে বাজার করতে গিয়েছিলেন মোহাম্মদ সইফুদ্দিন আহমেদ। সেখানেই তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই মানিকচক থানার পুলিশ হাজির হয়েছে।