
Bongaon Crime News : প্রতিবেশী গৃহবধূর সঙ্গে চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙতে চাওয়ায় এক যুবকের উপর নেমে আসে নৃশংস আক্রমণ। অভিযোগ, যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় তার হাত। এখানেই থেমে থাকেনি অভিযুক্ত।
Bongaon Crime News : প্রতিবেশী গৃহবধূর সঙ্গে চার বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙতে চাওয়ায় এক যুবকের উপর নেমে আসে নৃশংস আক্রমণ। অভিযোগ, যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় তার হাত। এখানেই থেমে থাকেনি অভিযুক্ত গৃহবধূ। যুবকের পরিবারের অভিযোগ, খাবারে বিষ মিশিয়ে দেওয়ার পর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনা ঘটে রবিবার রাতে বনগাঁর সভাইপুর এলাকায়। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। বনগাঁ থানার পুলিশ অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করে সোমবারই হাজির করে বনগাঁ মহকুমা আদালতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।