গতকাল তাঁর মালদা জেলা সফরকালীন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য মোহাঃ নওশাদ সিদ্দিকী হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে মতি আলীর পরিবারের সঙ্গে দেখা করেন।
গতকাল তাঁর মালদা জেলা সফরকালীন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য মোহাঃ নওশাদ সিদ্দিকী হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে মতি আলীর পরিবারের সঙ্গে দেখা করেন। সেপ্টেম্বরের ৬ তারিখে রাজস্থানে নিজের কর্মস্থলে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক মহম্মদ মতি আলী। পাশবিক অত্যাচার করে তাঁকে খুন করা হয়। নওশাদ সিদ্দিকী জানান নিহতের পরিবারের লোকজন এটা পর্যন্ত জানতে পারেননি যে তার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে কি না। এমনকি তারা ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত পাননি। এছাড়াও এই ঘটনার অনেক ফাঁকফোকর তো আছেই। যদিও তিনি নিহতের পরিবারকে আশ্বাস দেন তিনি তাঁদের পাশে আছেন।