BSF Anti-infiltration Operation : জম্মু আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর কড়া নজরদারি। নববর্ষের প্রাক্কালে ঘন কুয়াশার মধ্যে অনুপ্রবেশ রুখতে বিশেষ শীতকালীন কৌশল ও থার্মাল ক্যামেরার ব্যবহার। সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা।