বাজেটেই কপাল খুলছে রাজ্য সরকারি কর্মীদের! কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা হবে তাই নিয়ে আলোচনা

Published : Jan 30, 2025, 03:11 PM IST

২০২৫ সালের রাজ্য বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তেমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। 

PREV
110
বাজেটে ডিএ বা মহার্ঘ ভাতার ঘোষণা

২০২৫ সালের রাজ্য বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তেমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

210
রাজ্য বাজেট

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন। বাজেট পেশ করা হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি।

310
শেষ পূর্ণাঙ্গ বাজেট

তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোটের কথা লক্ষ্য করে রাজ্য বাজেটে বড় বড় ঘোষণা থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

410
বাজেটে ডিএ ঘোষণা

এর আগে পরপর দুই বছর বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। এবারও তেমনই কিছু হতে পারে বলে আশা করছেন সরকারি কর্মীরা।

510
বর্তমানে ডিএ

বর্তমানে রাজ্য় সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। এবারও তেমন কিছু ঘোষণা করা হতে পরে বলে সরকারি কর্মীরা আশা করছেন।

610
এবার কত শতাংশ ডিএ

২০২৪ সালে বাজেটে ৩ শতাংশ আর ২০২৪ সালে বাজেটে ৪ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এবার কী তাহলে ৫ শতাংশ বা তারও বেশি হারে ডিএ বৃদ্ধি করা হবে- তাই নিয়েই আলোচনা শুরু হয়েছে নবান্নের অন্দরে।

710
কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক

২০২৪ সালে পুজোর সময় কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রজ্যের ডিএ-র ফারাক ৫৩ শতাংশ। আগামী দিনে এই ফারাক কী আরও বাড়বে না কমবে- তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

810
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবি আন্দোলন করেছেন। তাদের দাবি সমস্ত বকেয়া সহ মহার্ঘ ভাতা মেটাতে হবে সরকারকে।

910
সুপ্রিম কোর্টে মামলা

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি একাধিকবার পিছেছে। যা রাজ্যের সরকারি কর্মীদের হতাশ করেছে।

1010
বঞ্চনার অভিযোগ

রাজ্যের সরকারি কর্মীরা বঞ্চনার অভিযোগও তুলেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্ঠম বেতন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু রাজ্যের কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের সুবিধে পেয়ে থাকেন। যা নিয়ে তাঁরা সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন।

click me!

Recommended Stories