বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয় অভিনবত্বের ছোঁয়া, হাতে তৈরি আমন্ত্রণ পত্র দিয়েই একে অপরকে আমন্ত্রণ জানালেন পড়ুয়ারা

Published : Jan 25, 2023, 04:11 PM IST
saraswati puja

সংক্ষিপ্ত

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পত্রে অভিনবত্বের ছোঁয়া। হাতে তৈরি আমন্ত্রণ পত্র দিয়েই একে অপরকে আমন্ত্রণ জানান বিশ্ববিদ্যালয়ের আবাসিকরা।

সরস্বতী পুজোর কার্ডে সচেতনতার বার্তা। অভিনবত্বের ছোঁয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোর নিমন্ত্রণ পত্রে ছড়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের আমন্ত্রণ পত্রের ভেতরে থাকছে পড়ুয়াদের নিজেদের লেকাহ কবিতা। এই আমন্ত্রণ পত্রই পৌঁছে যাচ্ছে ছাত্র ছাত্রী থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের কাছে। প্রতিটি হস্টেলে সেই কার্ড নিজেহাতে পৌঁছে দিচ্ছেন পড়ুয়ারা। পৌঁছে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছেও।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পত্রে অভিনবত্বের ছোঁয়া। হাতে তৈরি আমন্ত্রণ পত্র দিয়েই একে অপরকে আমন্ত্রণ জানান বিশ্ববিদ্যালয়ের আবাসিকরা। আমন্ত্রণ পত্র খুললেই দেখা যাবে পড়ুয়াদের হাতে আঁকা নানা কাজের নজির। ভেতরে ছড়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছেন তাঁরা। পাশাপাশি পুজোর নিমন্ত্রণ পত্রও হাতে লেখা।

প্রসঙ্গত, অন্যদিকে সরস্বতী পুজো ঘিরে একের পর বিশ্ববিদ্যালয় তুলকালামের দৃশ্য সামনে আসছে। রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসের অন্দরে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। এমনকী কর্মসমিতির বৈঠকে তিন শিক্ষাকর্মীকে প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বাপ্পা নামে অতি পরিচিত এক তৃণমূল ছাত্রনেতাকেও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়।

PREV
click me!

Recommended Stories

কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান