২৬০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। বিজেপির পুরাতন ক্ষমতা কায়েম রাখার লড়াইকে পরাস্ত করতে মরিয়া চেষ্টা তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৫টা পর্যন্ত। নজরে সব খবরের লাইভ আপডেট।
05:40 PM (IST) Sep 05
বিকেল ৩টে পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৪৫%। ধূপগুড়িতে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ চলে উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে।
05:39 PM (IST) Sep 05
বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে। কেন বুথের পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী। তার পর তাঁর সঙ্গে তর্কাকর্কিকে জড়িয়ে পড়েন ওই পুলিশ সুপার। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।
03:17 PM (IST) Sep 05
দুপুর ১টা অবধি ৫১.১২ শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে। আপাতত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ
12:51 PM (IST) Sep 05
পঞ্চায়েত ভোটের অশান্তি যাতে এবার না হয়, তা ঠেকাতে সতর্ক প্রশাসন। সকাল থেকেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দেখা যাচ্ছে অন্য ছবি। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। ধূপগুড়ি বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বহিরাগতদের আটকাতে ২ জন করে ভোটারকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
12:05 PM (IST) Sep 05
ধূপগুড়ি উপনির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ৩৪.২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোটের উপর ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে চলছে। স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাচ্ছেন ধূপগুড়ির মানুষ। কোথাও কোনও অশান্তির খবর সেভাবে মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।
11:56 AM (IST) Sep 05
ধূপগুড়ি উপনির্বাচনে সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন দেখা গিয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে গিয়েছেন ভোটারেরা। সকাল ১০টা পর্যন্ত ভোটের হার ১৭ শতাংশ।
11:19 AM (IST) Sep 05
Dhupguri By Election: নরেন্দ্র মোদীকে আবার ভারতের প্রধানমন্ত্রী করার জন্য ধূপগুড়ির উপনির্বাচনই তাঁর প্রথম মহড়া বলে জানালেন মিতালী রায়।
11:15 AM (IST) Sep 05
09:12 AM (IST) Sep 05
08:26 AM (IST) Sep 05