C V Ananda Bose: 'বেছে বেছে কেন বিজেপি নেতাদের বাড়িতে রাজ্যপাল? প্রশ্ন উঠতেই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলার ভিডিও জারি

পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনার অভিযোগ খতিয়ে দেখতে নিজে ক্যানিং, ভাঙড় থেকে কোচবিহার এই তিন জায়গায় পৌঁছন রাজ্যপাল।

শনিবার দিনভর কোচবিহারে রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনার অভিযোগ খতিয়ে দেখতে নিজে ক্যানিং, ভাঙড় থেকে কোচবিহার এই তিন জায়গায় পৌঁছন রাজ্যপাল। শনিবার কোচবিহারের সার্কিট হাউস থেকে হাসপাতাল ঘুরে দেখলেন সিভি আনন্দ বোস। দেখা করলেন নিহতদের পরিবারের সঙ্গেও। তবে এই প্রসঙ্গে প্রশ্ন তুলতে ছাড়ল না ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ রাজ্যপাল কি বেছে বেছে কেবলমাত্র নিহত বিজেপি কর্মীদের বাড়িতেই যাচ্ছেন? তবে এই প্রশ্ন ওঠার পরেই রাজ্যপালের নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলার ভিডিও জারি করা হয়। ভিডিও-এ দেখা যাচ্ছে কোচবিহারের গীতালদহে নিহত তৃণমূল নেতা বাবু হকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল বোস।

শনিবার গোটা দিনই কেটেছে কর্মব্যস্ততায়। রাজ্যপালের সঙ্গে এদিন বিজেপির একটি প্রতিনিধি দল দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামানিকের নেতৃত্বে। এই দলে ছিলেন সুকুমার রায়, মালতি রাভা, সুশীল বর্মন -সহ স্থানীয় নেতৃত্বে। পঞ্চায়েত ভোট নিয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস চলছেবলেও অভিযোগ করেন তারা। উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। সূত্রের খবর নীশিথ প্রামাণিক অভিযোগ করে বলেন, কোচবিহার জুড়ে তৃণমূল আশ্রিত গুন্ডারা সন্ত্রাস চালাচ্ছে। রাজ্যের সমস্ত বিরোধী দলগুলিকে ভয় দেখান হচ্ছে। বিরোধী প্রার্থীদেরও অনেক সময় নানাভাবে হেনস্থা করা হচ্ছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ বিজেপির প্রতিনিধিদের।

Latest Videos

এদিন বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পরই রাজ্যপাল দিনহাটা যান। শিমুলতলায় নিহত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বড়িতে যান। তাঁর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তারপরই তিনি সাবেহগঞ্জের টিয়াদহে নিহত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরই পাশাপাশি দিনহাটা হাসপাতালে আহত তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাসের স্ত্রীর সঙ্গেও কথা বলেন রাজ্যপাল।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury