অটো-টোটো নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, কমতে পারে যানজটের সমস্যা

Published : Aug 03, 2024, 10:48 AM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

রানাঘাটে অটো-টোটোর রমরমা নিয়ে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। অবৈধ অটো-টোটো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের। রুটের অবস্থা খতিয়ে না দেখেই পারমিট দেওয়ায় ক্ষুব্ধ আদালত।

অটো আর টোটো নিয়ে এবার কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিয়েছে। সম্প্রতি অটো আর টোটোর রমরমা বাড়ছে। রাস্তায় যানজটের জন্য এই দুটি গাড়িকেই দায়ী করা হচ্ছে। শহর থেকে মফঃস্বল- সর্বত্রই অটো টোটোর দাপটে প্রায় অতিষ্ট হয়ে যেতে হয় সাধারণ মানুষকে। এবার সাধরণ মানুষও এই দুটি গাড়ির ওপর অধিক নির্ভরশীল। এই অবস্থায় রাস্তায় অটো টোটো নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট।

নদিয়ার রানাঘাটের কয়েকজন অটো চালকই মামলা করেছিল। কলকাতা হাইকোক্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই জনস্বার্থ মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ ছিল রানাঘাটের পায়রাডাঙা মোড় থেকে এসবিআই মোড় পর্যন্ত প্রচুর পরিমাণে অটো আর টোটো চলে। এই রাস্তায় যানজটও তীব্র। সেই কারণে নানাবিধ সমস্যা তৈরি হয়। কিন্তু তারপরেও নতুন অটোর পারমিট দেওয়া হচ্ছে। তাতে সমস্যা আরও বাড়ছে। সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট এই এলাকায় অবৈধ অটো টোটে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে অবৈধ যান পাকড়াও করার জন্য এলাকা পরিদর্শনেরও নির্দেশ দিয়েছে। এর জন্য একটি বিশেষ টিমও তৈরি করার কথা বলেছে আদালত।

২০১০ সালে নতুন অটো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পরিবহন দফতরের তরফে একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল নতুন অটো পারমিট দেওয়ার আগে সেই রুটের অবস্থা ক্ষতিয়ে দেখতে হবে। কিন্তু রানাঘাটে রুটের অবস্থা খতিয়ে না দেখেই পারমিট দেওয়া হয়েছে। এর আগে বসিরহাট পুরসভা এলাকাতেও একই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার রানাঘাটেও সেই ঘটনা ঘটল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে