Calcutta High Court: পারস্পারিক সম্মতিতে শারীরিক সম্পর্ক অপরাধ নয়, পর্যবেক্ষণ আদালতের

Published : Apr 16, 2025, 04:40 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

Calcutta High Court: এই রায়টি আসে অন্য একটি মামলার শুনানিতে। যেখানে একজন বিবাহিত মহিলা অভিযোগ করে জানান, একজন বিবাহিত পুরুষ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

কলকাতা: বিবাহিত অবস্থাতে অন্য এক জনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে তা অপরাধ নয়। জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্ট একটি মামলার শুনানিতে জানিয়েছে যে, কোনও বিবাহিত মহিলা বা পুরুষ নিজেদের বিয়ে নিয়ে বা বিবাহিত অবস্থা সম্পর্কে সচেতন থাকার পর অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে তা অপরাধ নয়।

জানা গিয়েছে, এই রায়টি আসে অন্য একটি মামলার শুনানিতে। যেখানে একজন বিবাহিত মহিলা অভিযোগ করে জানান, একজন বিবাহিত পুরুষ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী ওই মহিলা এবং পুরুষ দুজনেই একে অপরের বিবাহিত অবস্থা জানার পরই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। শুধু তাই নয়, মামলাকারীর অভিযোগও খারিজ করে দেয় আদালত।

আদালত সূত্রে আরও জানা গিয়েছে, জলপাইগুড়ির ওই মহিলা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ভারতীয় ন্যায় সংহিতার (BNS 69, 35/12) সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি প্রতারণামূলক উপায়ে তার সঙ্গে যৌন নির্যাতন করেছে। ঘটনার তদন্তে আরও জানা যায়, ওই নারী ও পুরুষ বিগত ২ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। এরপর ওই মহিলা অভিযুক্ত ব্যক্তিকে বিয়ের প্রস্তাব দিলে ওই ব্যক্তি রাজি না হওয়ায় তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তিনি।

এই ঘটনার মামলায় বিচারপতি বিভাষ রঞ্জন দে'র পর্যবেক্ষণ, ওই মহিলা এবং পুরুষ নিজেদের ব্যক্তিগত অবস্থা সম্পর্কে জেনে তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। তাদের দুজনের মধ্যেই শারীরিক সম্পর্কের আকর্ষণ ছিলো বলেই তারা দুজনে বিবাহিত জেনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক্ষেত্রে ওই ব্যক্তিকে অপরাধী বলা যায় না। মামলা খারিজ করে দেয় আদালত। শুধু তাই নয়, আদালত আরও জানায়, এই মামলায় অপরাধ প্রবণতা, গোপন কোনও উদ্দেশ্য বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তাই আদালত ওই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে মনে করছে না। ফলে এদিন খারিজ হয়ে যায় মামলাটি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি