চন্দ্রবড়া সাপ কামড়ানোর পর আবারও ওঝার কাছে গিয়ে সময় নষ্ট। সোনারপুর থানার প্রতাপ নগরে প্রান গেল বছর ৫৬-র এক মহিলার। জানা যায় সাপে কামড়ানোর পর প্রায় ঘণ্টা খানেক ঝাড়ফুঁক চলে বিনা পুরকাইতের।
চন্দ্রবড়া সাপ কামড়ানোর পর আবারও ওঝার কাছে গিয়ে সময় নষ্ট। সোনারপুর থানার প্রতাপ নগরে প্রান গেল বছর ৫৬-র এক মহিলার। জানা যায় সাপে কামড়ানোর পর প্রায় ঘণ্টা খানেক ঝাড়ফুঁক চলে বিনা পুরকাইতের। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ঐ ওঝা। হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় বিনা দেবীর। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।