রাত পোহালেই শুরু হবে সিবিএসসি-এর ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি।
১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সিবিএসসি-এর ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষা। বোর্ড পরীক্ষার সূচি অনুযায়ী দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ২১ মার্চ ২০২৩-এ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল ২০২৩-এ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার দিকে পা বাড়াচ্ছে দশম শ্রেণির পড়ুয়ারা। জানা যাচ্ছে দশম শ্রেণির পেন্টিং ইত্যাদি গৌণ বিষয়গুলি শুরু হওয়ার সময় ক্লাস ১২-এর পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ক্লাস ১০-এর পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ না হলেও মূল বিষয়গুলি শেষ হয়ে যাবে।
রাত পোহালেই শুরু হবে সিবিএসসি-এর ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি।
পরীক্ষার হলে কী কী নিয়ম মানতে হবে?