পোষ্য সারমেয় নিয়ে জগদ্ধাত্রী পুজো মণ্ডপে প্রবেশ! ঘটনায় নেট মাধ্যমে কটুক্তি যুবতি ও তার পরিবারকে! এরপরেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী! অভিযোগ, এরপরেই আত্মঘাতী হন ওই তরুণী।
পোষ্য সারমেয় নিয়ে জগদ্ধাত্রী পুজো মণ্ডপে প্রবেশ! ঘটনায় নেট মাধ্যমে কটুক্তি যুবতি ও তার পরিবারকে! এরপরেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী! অভিযোগ, এরপরেই আত্মঘাতী হন ওই তরুণী। মৃতা তরুণীর নাম সুশ্রীকা দত্ত, বয়স ২৩। ঘটনায় নাম জড়িয়েছে চন্দননগরের ফটকগোড়া পুজো কমিটির। চন্দননগর থানায় লিখিত অভিযোগ করেছে মৃতার পরিবার।