বিসর্জনের পথে চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমা। দুর্গাপুজোর কার্নিভালের মতোই আকর্ষণীয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। বিসর্জনেও থাকে অভিনবত্ব। তবে বিসর্জনের মূল ঘাট রানীঘাট।
বিসর্জনের পথে চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমা। দুর্গাপুজোর কার্নিভালের মতোই আকর্ষণীয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। বিসর্জনেও থাকে অভিনবত্ব। তবে বিসর্জনের মূল ঘাট রানীঘাট। নিয়ম অনুযায়ী দশমীর সন্ধেয় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় ৬১টি বারোয়ারি অংশগ্রহণ করে। লরিতে শোভাযাত্রার সংখ্যা ২২১টি। সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন সব প্রতিমার বিসর্জন পর্ব শুরু হয় দশমীর সকাল থেকে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর বরণের পর চলে সিঁদুর খেলা। তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটের দিকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় প্রতিমা।