লাখপতি CPIM প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দাম ১০ লক্ষ টাকা, অনেকটা পিছিয়ে অভিজিৎ-দেবাংশুর থেকে

তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি দেখলে কিছুটা অবাক হতেই হয়। গাড়ি-বাড়িসবকিছুই রয়েছে। তবে তাঁর প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের থেকে।

 

Saborni Mitra | Published : May 10, 2024 3:46 PM / Updated: May 10 2024, 04:13 PM IST
110
সায়ন বন্দ্যোপাধ্য়ায়

সিপিএম তরুণ তুর্কী। তমলুক লোকসভা থেকে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। সিপিএম -এর নতুন মুখগুলির মধ্যে উল্লেখযোগ্য সায়ন। রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিচিত এই তরুণ মানুষটি। পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

210
সায়নের আয়

নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের গত অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ৭১ হাজার ১৩০ টাকা আয় করেছেন। আর ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৫৮ হাজার ৯৮০ টাকা।

310
সায়নের হাতে নগদ

নির্বাচনী হলফনামায় সায়ন জানিয়েছেন, তাঁর হাতে সেই মুহূর্তে নগদের রয়েছে ১০ হাজার টাকা।

410
ব্যাঙ্কে টাকা

সায়নের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে ৯ লক্ষ ৮৮ হাজার ১১০ টাকা।

510
সায়নের গাড়ি

সায়ন জানিয়েছেন তাঁর দুটি গাড়ি রয়েছে। একটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। অন্যটির দাম ১০ লক্ষ ৫৪ হাজার ৯০১ টাকা।

610
স্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের স্থাবর সম্পত্তির পরিমাণে ২১ লক্ষ ৭৩ হাজার ১১ টাকা। তবে তাঁর নিজের কোনও দামি পাথর বা সোনাদানা নেই বলেও জানিয়েছেন হলফনামায়।

710
সায়নের ঋণদেনা

নির্বাচনী হলফনামা অনুযায়ী সায়নের লক্ষাধিক টাকার দেনা রয়েছে। তাঁর লোনের পরিমাণ ৬ লক্ষ ৬৬ হাজার ৭৮৫ টাকা।

810
পিছিয়ে সায়ন

নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের থেকে কিছুটা হলেও পিছিয়ে সায়ন বন্দ্যোপাধ্য়ায়। লক্ষাধিক টাকার সম্পত্তি থাকলেও বাকি দুই জন তাঁর থেকে অনেক বেশি বিত্তশালী।

910
স্ত্রীর সম্পত্তি

সায়ন নির্বাচনী হলফনামায় স্ত্রীর সম্পত্তির কথাও উল্লেখ করেছেন। সদ্যোই সাতপাকে বাঁধা পড়েছেন সিপিএম প্রার্থী। সায়নের স্ত্রী তমশ্রী দেবনাথ গত অর্থবর্ষে আয় করেছিলেন ৪ লক্ষ ২১ হাজার ১৬০ টাকা। মনোয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ৩ হাজার টাকা।

1010
স্ত্রীর সম্পত্তি

সায়নের স্ত্রীর ৩৬৮ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য ২৩ লক্ষ টাকা। ৫ লক্ষ ৫৫ হাজার টাকার একটি গাড়ি রয়েছে তমশ্রী দেবনাথের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos