TMC News Barasat : বারাসাতে ১৫ বছরের বিধায়ক চিরঞ্জিত কি এবার টিকিট পাবেন না? টিকিট পাওয়ার দোলাচলের মাঝেই মঞ্চে চোখে জল বর্ষীয়ান অভিনেতার। একই সঙ্গে উত্তম-সুচিত্রা যুগের সিনেমা আর না হওয়া এবং টলিউড ফেডারেশনের সমস্যা নিয়ে সরব হলেন চিরঞ্জিত।