কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে মমতা। কেন্দ্রীয় এজেন্সিকে ইঁদুর, চামচিকি'র সঙ্গে তুলনা মমতার। ‘ওরা আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। লুট করে নেওয়ার পরে ওরা সিজার লিস্ট দেয় না। তৃণমূলকে দেখলে ওরা ভয়ে কাঁপে।’
কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে মমতা। কেন্দ্রীয় এজেন্সিকে ইঁদুর, চামচিকি'র সঙ্গে তুলনা মমতার। 'ওরা আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। লুট করে নেওয়ার পরে ওরা সিজার লিস্ট দেয় না। তৃণমূলকে দেখলে ওরা ভয়ে কাঁপে। তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করছে এরা। ভোটের আগে গ্রেপ্তার করে এলাকা খালি করার চেষ্টা করছে। তারপর বিজেপি এসে ডুগডুগি বাজাবে। অত সোজা নয়, বিনা যুদ্ধে জমি ছাড়বো না।' জয়নগরের মঞ্চ থেকে হুঙ্কার মমতার।