লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার, বছর শেষে ভাগ্য খুলছে লক্ষ লক্ষ মা-বোনের

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মমতা।

 

Saborni Mitra | Published : Nov 22, 2024 11:04 AM IST
18
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মূলত রাজ্যের মহিলাদের জন্য।

28
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা

২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু। মাত্র ৫০০ টাকা করে অনুদান দেওয়া হত। বর্তমানে অনুমান পরিমাণ এক হাজার টাকা। পিছিয়ে পড়া মহিলাদের দেওয়া হয় ১২০০ টাকা।

38
নবান্ন থেকে মমতার ঘোষণা

সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা ররেছেন। বছর শেষে রাজ্যের মা - বোনেদের জন্য যা খুশির হাওয়া নিয়ে আসছে।

48
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগী

মমতা জানিয়েছেন, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে নতুন করে পাবে ৫ লক্ষ মহিলা। সবমিলিয়ে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসছে।

58
ডিসেম্বরে টাকা

ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ২ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকউন্টে ঢুকবে। চলতি মাসে নতুন সুবিধেভোগীরাও উপকৃত হবেন।

68
মমতার ঘোষণা

নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যা জনিয়েছে, 'ভোটের কথা মাথায় রেখে অন্যান্য রাজ্য এজাতী. প্রক্লপ করছে। কিন্তু তা পেতে গেল প্রচুর শর্ত পুরণ করতে হ। আমাদের রাজ্যে কোনও শর্ত নেই। প্রত্যেকের জন্য প্রকল্প উন্মুক্ত। এমনকি পরিবারের চারজন মহিলা থাকলেও প্রত্যেকে টাক পাবেন।'

78
প্রকল্পে খরচ

এতদিন পর্যন্ত এই প্রকল্পে মোট খরচ হত ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। বর্তমানে খরচ হবে ৬২৫ কোটি টাকা।

88
টাকা বাড়বে?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে বলে গুঞ্জন। লোকসভা ভোটের আগে প্রকল্পের অনুদান বাড়িয়েছিলেন মমতা। তাই এবার গুঞ্জন বিধানসভা ভোটের আগেও কি এই প্রকল্পের অনুদান বাড়বে- অনেকেই অনুদান ২০০০ টাকা করার দাবি তুলেছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos