
বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারকে হেনস্থার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করল দিল্লি পুলিশ। ঘটনাটিকে সাজানো বলেও জানায় তারা। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলে কটাক্ষ করেন ও আইনি পদক্ষেপের দাবি তোলেন।
বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবার হেনস্থার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হন। তবে দিল্লি পুলিশ জানায়, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং তাদের ভাবমূর্তি নষ্ট করতেই ভিডিও ভাইরাল করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবি তোলেন ও তাঁকে 'মিথ্যাবাদী' বলে কটাক্ষ করেন।