'আমি ইফতারে যাই', সম্প্রীতির বার্তা নিয়ে ৯ বছর পরে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্য়ায়

Mamata Banerjee visits Furfura:সম্প্রীতির বার্তা নিয়ে ফুরফুরা শরিফে (Furfura Sharif) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে হুগলির ফুরফুরায় পৌঁছালেন মমতা। এদিন মেহমানখানায় ইফকারের আয়োজন করা হয়েছিল।

 

Mamata Banerjee visits Furfura: সম্প্রীতির বার্তা নিয়ে ফুরফুরা শরিফে (Furfura Sharif) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে হুগলির ফুরফুরায় পৌঁছালেন মমতা। এদিন মেহমানখানায় ইফকারের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি অংশ নেন। মমতার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও হুগলির জেলাশাসক মুক্তা আর্য। ছিলেন রাজ্যের পদস্থ আধিকারিকরাও।

মমতা বন্দ্যোপাধ্য়ায় ফুরফুরা থেকে রাজ্যে সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, 'আমি দুর্গাপুজো-কালীপুজো করলে প্রশ্ন ওঠে না তো! তা হলে এখন প্রশ্ন উঠছে কেন? আমি সব ধর্মের সব অনুষ্ঠানে যাই। আমি ক্রিসমাসে যাই, গুরুদ্বারে যাই, রমজ়ানে যাই, ইফতারেও যাই। বাংলার মাটি সম্প্রীতির মাটি।'এদিনই শুভেন্দু অধিকারী দিল্লি যান। কিন্তু তার আগে নিশানা করেন তৃণমূলকে। তিনি বলেন, 'সব হিন্দুদের বলব ওঁর (মুখ্যমন্ত্রীর) লাইভটা দেখতে।' রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান ফুরফুর থেকে মমতা নাম না করে শুভেন্দুর মন্তব্যের উত্তর দেন।

Latest Videos

প্রায় ৯ বছর পরে ফুরফুরায় গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর আমন্ত্রণের জড়ো হয়েছিলেন ফুরফুরার পিরজাদারা। কিন্তু ছিলেন না দুই পিরজাদা নওশাদ সিদ্দিকী ও তাঁর দাদা আব্বাস পিরজাদা। যদিও কয়েক দিন আগেই নওশাদ মমতর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছেন। প্রায় ২০ মিনিট ধরে মমতা তাঁর সঙ্গে বৈঠক করেন। এর পরই এদিন নওশাদের উপস্থিত থাকা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি।

এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অনেক পিরজাদা। তাঁরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই একাধিক অভিযোগও করেন। কিন্তু তারই মধ্যে মমতা ঘোষণআ করেন ফুরফুরায় একটি পলিটেকনিক কলেজ হবে। যার নামকরণ হবে পিরজাদা আবু বকর সিদ্দিকীর নামে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অস্ত্র পাচারেই চলছে West Bengal-এ? Mamata Banerjee-র TMC-কে কাঠগড়ায় তুললেন Adhir Ranjan Chowdhury
Shankar Ghosh : "মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
RG Kar মামলায় নতুন মোড়! কি বললেন আইনজীবী করুণা নন্দী? দেখুন | RG Kar News Today
‘Mamata Banerjee টিকতে পারবে না যদি Hindu-রা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য Arjun Singh-এর
Mamata Banerjee: এটা কী ভোটের সমীকরণ? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়