'আপনার টাকা আপনার অধিকার', সন্দেশখালিতে মমতা ব্যানার্জি কেন বললেন এই কথা

সন্দেশখালি থেকে মমতা স্থানীয় মহিলাদের অন্তর থেকে প্রণাম জানালেন। এদিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধে তুলে দেন স্থানীয়দের হাতে।

 

বছর শেষে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর প্রথম থেকেই ঘটনার ঘনঘটা ছিল সন্দেশখালিতে। তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। সামনের সারিতে ছিলেন স্থানীয় মহিলার। এই সময় কিছুটা ব্যাকফুটে ছিল তৃণমূল কংগ্রেস। যদিও লোকসভা নির্বাচনে সবহিসেব ওলটপালট করে দিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করলেও সেই সময় মমতা সন্দেশখালি যাননি। কিন্তু কথা দিয়েছিলেন সন্দেশখালি যাওয়ার, এলাকার মানুষের পাশে থাকার। এই অবস্থায় বছর শেষে আবারও সংবাদ শিরোনামে তুলে দিয়ে সন্দেশখালি সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা করেন। যদিও মুখ্যমন্ত্রীর সফরের জন্য গোটা এলাকাই রয়েছে নিরাপত্তার চাদরে মোড়া।

সন্দেশখালি থেকে মমতা স্থানীয় মহিলাদের অন্তর থেকে প্রণাম জানালেন। এদিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধে তুলে দেন স্থানীয়দের হাতে। সোমবার মমতা ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের উদ্বোধন করেন। কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মমতা। এদিন সন্দেশখালির মঞ্চ থেকে মমতা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়ার জন্য নতুন মহকুমা হবে বলেও ঘোষণা করেছেন মমতা।

Latest Videos

সন্দেশখালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। সন্দেশখালি থেকে মমতা জানান স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী মঞ্চ। মমতা জানিয়েছেন সন্দেশখালিতে হবে সন্দেশের হাব। বর্ধমানের ল্যাংচা হাবের অনুকরণে সন্দেশখালিতে সন্দেশের হাব করতে চাইছেন মুখ্যমন্ত্রী। জানতে চাইলেন সন্দেশখালি নামকরণের ইতিহাসও। এদিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা জানিয়েছেন, সরকারি প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য স্থানীয়রা যেন কাউকে কোনও টাকা না দেয়। তিনি আরও বলেন, 'আপনার টাকা আপনার অধিকার।আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।'

এতদিন পরে শেখ শাহজাহান-কাণ্ড নিয়েও নাম না করেই সরব হন তিনি। বলেন, 'সকলে মিলেমিশে থাকুন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।' তিনি আরও বলেন, টাকার খেলা চলছে সন্দেশখালিতে। মমতার কথায় 'টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না। আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury