২০২৫ সাল থেকেই রাজ্যের সব মন্ত্রীকে মানতে হবে মুখ্যমন্ত্রী মমতার এই কঠোর নির্দেশটি

Published : Dec 28, 2024, 06:42 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাজ্যের মন্ত্রীকে কোথাও বা কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়ে যেতে হবে। 

আর মাত্রে একটি বছর। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগের বছর থেকেই কড়া হলেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাছনে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই রাজ্যের মন্ত্রীদের জন্য জারি করেছেন একটি কড়া নির্দেশ। তবে এখন থেকে নয়। ২০২৫ সাল থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মেনে চলতে হবে রাজ্যের সব মন্ত্রীকে.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাজ্যের মন্ত্রীকে কোথাও বা কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রীর দফতর সবকিছু খতিয়ে দেখেই মন্ত্রীকে সংশ্লিষ্ট অনুষ্ঠান বা স্থানে যাওয়ার অনুমতি দেবে। রাজ্যর সব মন্ত্রীর জন্যই কঠোরভাবে লাগু হচ্ছে এই নির্দেশ।

কারণঃ

নবান্ন সূত্রের খবর, সম্প্রতি একটি অনুষ্ঠানে এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অনুষ্ঠানে মন্ত্রীকে মঞ্চে উঠে সংবর্ধনা জানান এক ব্যক্তিকে। সেই ব্যক্তি আবার আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত। যা নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলও কটাক্ষ শুরু করেছে।

লক্ষ্য ২০২৬

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষ্য ২০২৬। বিধানসভা নির্বাচনের জন্য ২০২৫ সাল থেকেই ঘর গোছাতে মরিয়া মমতা। আর সেই কারণে দলের অন্দরে যাতে নতুন করে কোনও সমস্যা তৈরি না হয়, তৃণমূল কংগ্রেসকে যাতে কোনও অস্বস্তিতে পড়তে না হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলেও সূত্রের খবর। বৃহস্পতিবার নাম না করে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সতর্ক করেছিলেন বলেও তৃণমূল সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন