DA Hike: সরকারি কর্মীদের বকেয়া নিয়ে ধোঁয়াশা! আদৌ কি বাড়বে? কী করবেন কর্মীরা

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পেলেও, রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মুখ্যমন্ত্রী বকেয়া পরিশোধের বিষয়ে কোনও মন্তব্য না করায় কর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
Deblina Dey | Published : Jan 20, 2025 9:24 AM / Updated: Jan 20 2025, 09:44 AM IST
110

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার মিললেও বকেয়া টাকা পাওয়া নিয় ঘুম উড়েছে রাজ্য সরকারি কর্মীদের।

210

যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের অষ্টম বেতন কমিশনের মহার্ঘ ভাতা ও বকেয়া বেতন পেতে চলেছে 

310

এদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া টাকা পাওয়ার লড়াই চালাচ্ছেন।

410

এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারী কর্মীদের বকেয়া বেতন মুখ্যমন্ত্রী কিকরে দেবে রাজ্য ঋণে জর্জরিত।

510

এই ঋণের বোঝা নিয়ে সপ্তম বেতন পে কমিশন গঠন করা তো দূর বকেয়া মহার্ঘ ভাতার টাকা পরিশোধ করতে পারবে কি না সন্দেহ আছে।

610

যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। সেখানে রাজ্য সরকারী কর্মীরা এখনও ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

710

মু্খ্যমন্ত্রী এই বিষয়ে কোনও কথা না বলে মুখে কুলুপ এঁটেছেন। উল্টে বলেছেন রাজ্য সরকারি চাকরি না করলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যুক্ত হতে। কেন্দ্রের সমান ডিএ তিনি দিতে পরবেন না।

810

এদিকে কেন্দ্রে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন পে কমিশন। অন্যদিকে ব্রাত্য রাজ্য সরকারি কর্মীরা।

910

মুখ্যমন্ত্রী পুজো কমিটি, লক্ষ্মীভাণ্ডার, কণ্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী-মত বিভিন্ন প্রকল্পে অর্থ ঢাললেও রাজ্য কর্মীদের বকেয়া টাকা দিতে নারাজ তিনি।

1010

ফলে গত বছরের মতো এই বছরেও কী অপেক্ষা করেই কাটবে? নাকি আচমকাই সুখবর শোনাবেন মুখ্যমন্ত্রী? এটা সময়ই বলবে

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos