বটগাছ থেকে শিবলিঙ্গে পড়ছে জল! অলৌকিক কাণ্ড দেখে সকলেই হতবাক! অনেকেই ভগবান শিবের মহিমা ভাবছেন। মুহূর্তে, এলাকায় ভক্তদের ভিড় জমে গেল।
বটগাছ থেকে শিবলিঙ্গে পড়ছে জল! অলৌকিক কাণ্ড দেখে সকলেই হতবাক! অনেকেই ভগবান শিবের মহিমা ভাবছেন। মুহূর্তে, এলাকায় ভক্তদের ভিড় জমে গেল। ঘটনাস্থল, কোচবিহারের তুফানগঞ্জ - ১ ব্লকের নাটাবাড়ি - ১ গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সংলগ্ন কলোনি পাড়া। অনেকেই বট গাছ থেকে পড়া জল সংগ্রহ করেন। স্থানীয়রা দৈব শক্তির মহিমা বলেই বিশ্বাস করছেন। তুফানগঞ্জ মহকুমা বিজ্ঞান মঞ্চ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন।