হামলা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে? বিরাট খবর ফাঁস! সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট

Published : Apr 15, 2025, 05:10 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই, এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট করেছেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেল কর্মী বাদল লস্কর।

পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই, এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট করেছেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেল কর্মী বাদল লস্কর।

এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না। সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে"। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ হতে পারেন বলে কেউ মন্তব্য করতে পারেন, আমার এই রকম কোনো চিন্তা ভেতরেই আসে না। যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয় ব্যবস্থা নেবে"।

অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথ এর অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় যেকোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে।

নিজের ফেসবুক পোস্টে রাজ্য তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষ পোষ্ট করেন কে এই বাদল লস্কর? খুঁজে বের করা হোক। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। সেখানে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য, দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বাদল লস্কর নামে এক ব্যাক্তিকে। রেলের অবসরপ্রাপ্ত কর্মী বাদল লস্কর, দুর্গাপুরের এ-জোনে থাকেন। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাদল লস্করকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর
"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র