
humayun kabir md salim meet: মুর্শিদাবাদে তৃণমূলের এক সময়ের স্তম্ভ হুমায়ন কবীর এখন জোড়া ফুল ছেড়ে নিজের দল খুলেছেন। মুর্শিদাবাদ সহ সংখ্য়ালঘু প্রভাবিত অঞ্চলে ভাল প্রভাব থাকা হুমায়নকে পাশে পেতে ঝাঁপিয়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। সম্প্রতি নিউটাউনের এক হোটেলে সেলিম-হুময়ানের বৈঠকের পর রাজনৈতিক মহলে জোট জল্পনা তীব্র হয়েছে। এই নিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের বক্তব্য জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ন কবীর।